বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোমিন (৪৫) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার মালঞ্চা ইউনিয়ন পরিষদের পাশের ঈদগাহ মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাটিহাঁস এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন এবং একজন সজ্জন ও ভদ্র মানুষ হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে মোমিন মোটরসাইকেলযোগে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়।
দুর্ঘটনার সময় ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন। তিনি বলেন, “আমি ওই সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলাম। দুর্ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে পুলিশ ও প্রশাসনকে বিষয়টি জানাই এবং শোকাহত মানুষদের শান্ত রাখার চেষ্টা করি।”
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, “ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”
এদিকে, মোমিনের মৃত্যুর খবরে তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। স্থানীয়রা দ্রুত ঘাতক চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মতামত দিন