পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সমতল ভূমি (ফসলি জমি কৃষি) হতে অবৈধভাবে মোডিফাইড ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে অবৈধ ড্রেজার মেশিনসহ মালামাল জব্দ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দেবনগড় ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার পুলিশ, বিজিবি সদস্য, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
জানা যায়, অভিযান পরিচালনাকালীন সময়ে পরিবেশ বিধ্বংসী একটি অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন, একটি পাম্প ও পাইপসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন, উপজেলার দেবনগড় ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনাকালে অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিনসহ মালামাল জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে সংশ্লিষ্ট অবৈধ ড্রেজার মেশিন মালিকগণ উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অভিযান পরিচালনার সময় উপস্থিত স্থানীয় জনসাধারণকে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয়েছে।
মতামত দিন