• ২০২৬ জানুয়ারী ১২, সোমবার, ১৪৩২ পৌষ ২৯
  • সর্বশেষ আপডেট : ০৩:০১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে ভালুকায় ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত ০৩:০১ অপরাহ্ন সোমবার, জানুয়ারী ১২, ২০২৬
আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে ভালুকায় ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
File
ইমন সরকার, ময়মনসিংহ

আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে ভালুকায় ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত


ইমন সরকার, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের নিজ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।


রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব হাতেম খান। এ সময় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জনগণের ভোটাধিকার দীর্ঘদিন ধরে হরণ করা হয়েছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চায়।


তিনি আরও বলেন, ভালুকার মানুষ বারবার ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। উন্নয়নের নামে লুটপাট আর দুঃশাসন ছাড়া সাধারণ মানুষ কিছুই পায়নি। এই নির্বাচন জনগণের অধিকার ফেরত পাওয়ার নির্বাচন। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের দোরগোড়ায় যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং তাদের প্রত্যাশার কথা তুলে ধরতে হবে।


মতবিনিময় সভায় শ্রমিক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে বিএনপির অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ