মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীকে বলেছেন, আটটি যুদ্ধ বন্ধ করার পরও যেহেতু তার দেশ নরওয়ে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি, তিনি শুধু শান্তির কথা ভাবতে আর বাধ্য নন।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টরকে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন। তাকে এই পুরস্কার না দেওয়ার জন্য নরওয়েকে দোষারোপ করেন মি. ট্রাম্প।
বিবিসি’র মার্কিন সহযোগী সিবিএস নিউজ, এই বার্তা সম্পর্কে নিশ্চিত হয়েছে। সেখানে তিনি গ্রিনল্যান্ডের ব্যাপারে তার দাবি পুনরায় ব্যক্ত করেছেন।
জোনাস গর স্টর জানিয়েছেন, তিনি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্টের পাঠানো এক মেসেজের জবাবে তিনি রোববার ওই টেক্সট মেসেজটি পেয়েছেন।
স্টর উল্লেখ করেন, নরওয়ের সরকার নয়, একটি স্বাধীন কমিটি নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে থাকে।
ট্রাম্প অবশ্য এও বলেছেন যে, শান্তি সব সময়ই প্রাধান্য পাবে, কিন্তু এখন তিনি যুক্তরাষ্ট্রের জন্য কী ভালো এবং যথাযথ, সেটা নিয়ে ভাববেন।
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ইউরোপের তিক্ততা ক্রমেই বেড়েই চলেছে।
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী আট দেশের ওপর নতুন করে শুল্কারোপের পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি।
ইউরোপের নেতারা এর নিন্দা জানিয়েছেন।
একে 'পুরোপুরি ভুল' কাজ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁও ওই পদক্ষেপকে 'অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেন।
মতামত দিন