• ২০২৬ জানুয়ারী ২১, বুধবার, ১৪৩২ মাঘ ৭
  • সর্বশেষ আপডেট : ০২:০১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ময়মনসিংহ-১১ আসনে এনসিপি প্রার্থীর পক্ষে জামায়াত নেতার মনোনয়ন প্রত্যাহার

  • প্রকাশিত ০২:০১ পূর্বাহ্ন বুধবার, জানুয়ারী ২১, ২০২৬
ময়মনসিংহ-১১ আসনে এনসিপি প্রার্থীর পক্ষে জামায়াত নেতার মনোনয়ন প্রত্যাহার
File
ইমন সরকার, ময়মনসিংহ

ময়মনসিংহ-১১ আসনে এনসিপি প্রার্থীর পক্ষে জামায়াত নেতার মনোনয়ন প্রত্যাহার


 ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভালুকা উপজেলা শাখার আমির সাইফ উল্লাহ পাঠান। এর ফলে এ আসনে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ও জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম।


মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন সাইফ উল্লাহ পাঠান।


দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে সমমনা ইসলামী দলগুলোকে নিয়ে গঠিত ১০ দলীয় জোটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্ত হওয়ায় কৌশলগত সিদ্ধান্ত হিসেবে ময়মনসিংহ-১১ আসনটি শরিক দলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত। কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন জামায়াত মনোনীত এ প্রার্থী।


মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে সাইফ উল্লাহ পাঠান বলেন, ‘ইসলামের বৃহৎ স্বার্থে, উম্মাহর ঐক্যের স্বার্থে এবং দেশ ও জনতার কল্যাণে ১০ দলীয় জোটের শরিক দল এনসিপি মনোনীত প্রার্থী ডা. জাহিদুল ইসলামকে সমর্থন জানিয়ে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।’


তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির ডা. জাহিদুল ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করবেন।

সর্বশেষ