• ২০২৬ জানুয়ারী ২১, বুধবার, ১৪৩২ মাঘ ৮
  • সর্বশেষ আপডেট : ১২:০১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

২২ জানুয়ারির জনসভা সফল করতে সদর উপজেলায় দিনভর খন্দকার মুক্তাদিরের প্রচারণা

  • প্রকাশিত ১২:০১ অপরাহ্ন বুধবার, জানুয়ারী ২১, ২০২৬
২২ জানুয়ারির জনসভা সফল করতে সদর উপজেলায় দিনভর খন্দকার মুক্তাদিরের প্রচারণা
File
শহীদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধি

২২ জানুয়ারির জনসভা সফল করতে সদর উপজেলায় দিনভর খন্দকার মুক্তাদিরের প্রচারণা


আগামী ২২ জানুয়ারি সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখবেন আলীয়া মাদ্রাসা মাঠে দলের প্রথম নির্বাচনী সভায়। সফরকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা নিয়মিত প্রস্তুতি সভা, প্রচারপত্র বিলিসহ নানা কর্মসূচি পালন করে যাচ্ছেন। 

সেই ধারাবাহিকতায় সোমবার (১৯ জানুয়ারি) সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন, সোনাতলা গোপাল পয়েন্ট, ৩৯নং ওয়ার্ডের মইয়ারচর ও ৮নং মোগলগাঁও ইউনিয়নের গালমশাহসহ বিভিন্নস্থানে পথসভা ও প্রচারপত্র বিলি কর্মসূচিতে অংশ গ্রহণ করেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। 


এসময় তিনি বলেন, ২২ জানুয়ারির জনসভা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিচ্ছে। এই জনসভায় সিলেটের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, তারেক রহমানের সিলেট সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতীতের সব বাধা ও ভয়ভীতি উপেক্ষা করে সিলেটের মানুষ যেমন গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, এবারও ঐক্যবদ্ধভাবে এই জনসভাকে সফল করবে। তিনি বলেন, জনসভা শুধু একটি নির্বাচনী আয়োজন নয়, এটি বিগতদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তিশালী বহিঃপ্রকাশ। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জনসভা সফল করতে হবে। 


এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। 


প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। আগের রাতে তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছাবেন। প্রচারের প্রথম দিন সকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বেলা ১১টায় আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন।


জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন এবং সংশ্লিষ্ট জেলার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন।-বিজ্ঞপ্তি

সর্বশেষ