বগুড়া-৭ আসনে ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের নেতৃবৃন্দের সঙ্গে গোলাম রব্বানীর মতবিনিময়
১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) সংসদীয় আসনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন জোট মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ৩টায় শহরের একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় গোলাম রব্বানী বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে সরকার ও প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে বিভিন্নভাবে হুমকি ও চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে জামায়াতে ইসলামী এসব হুমকিকে তোয়াক্কা করে না।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের পক্ষ থেকে বগুড়া-৭ আসনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করায় তিনি জোটের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচনে বিজয়ী হতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মতিন, বগুড়া জেলা এলডিপির সভাপতি অ্যাডভোকেট মোকলেছুর রহমান, বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক এম.এস. এ মাহমুদ, বগুড়া জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুন রহমানী, বগুড়া জেলা এবি পার্টির সভাপতি গোলাম রহমান রয়েল, বগুড়া জেলা বিডিপির সভাপতি মাহফুজুল হক, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শাজাহানপুর উপজেলা এনসিপির আহ্বায়ক হুমায়ূন কবির হিমু, জেলা জামায়াতে ইউনিট সদস্য মাওলানা আবু বকর সিদ্দিকসহ ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত প্রার্থী গোলাম রব্বানীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতামত দিন