• ২০২৬ জানুয়ারী ২৪, শনিবার, ১৪৩২ মাঘ ১১
  • সর্বশেষ আপডেট : ১০:০১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার নৌবাহিনীর অভিযানে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও অস্ত্রসহ আটক - ২

  • প্রকাশিত ১০:০১ অপরাহ্ন শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
কক্সবাজার নৌবাহিনীর অভিযানে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও অস্ত্রসহ   আটক - ২
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার নৌবাহিনীর অভিযানে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও অস্ত্রসহ 

আটক - ২

সম্প্রতি সময়ে এিয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, মাদক কারবারীর আবারো বেপরোয়া হয়ে উঠেছে। সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন নেতার ছদ্মবেশে,দেশের বিভিন্ন স্থানে পাচার করাচ্ছে  মাদক। 

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন অভিযানে উদ্ধার হচ্ছে দেশি-বিদেশি অস্ত্র ও মাদক। তারই অংশ হিসেবে কক্সবাজার টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ড নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ ও অস্ত্রসহ দুইজনকে আটক করেছে নৌবাহিনী।

২৪ জানুয়ারি শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোহাম্মদ জুনায়েদ ওরফে মুন্না এবং তার সহযোগী রোহিঙ্গা হামিদুল্লাহকে আটক করা হয়।

পরবর্তী তল্লাশিতে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ, ১টি একনলা বন্দুক, ৪৭ রাউন্ড গুলি, ১২৬ পিস ইয়াবা, ২ সেট ওয়াকি-টকি এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটককৃত ও জব্দকৃত সামগ্রী টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র চোরাচালান ও সন্ত্রাস দমনে দৃঢ় অবস্থান বজায় রেখেছে। দেশের আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে গণমাধ্যম কর্মীদের এ-ই  তথ্য নিশ্চিত করেন।

সর্বশেষ