• ২০২৬ জানুয়ারী ২৫, রবিবার, ১৪৩২ মাঘ ১২
  • সর্বশেষ আপডেট : ০৫:০১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জনতার নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া বিএনপির অগ্রাধিকার: তারেক রহমান

  • প্রকাশিত ০৫:০১ অপরাহ্ন রবিবার, জানুয়ারী ২৫, ২০২৬
জনতার নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া বিএনপির অগ্রাধিকার: তারেক রহমান
File
সাইদুজ্জামান সেলিম কুমিল্লা জেলা প্রতিনিধি

জনতার নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া বিএনপির অগ্রাধিকার: তারেক রহমান 


বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে তার আগামীদিনের মূল অগ্রাধিকার।


গতকাল শনিবার দুপুরে 'আমার ভাবনায় বাংলাদেশ' শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে আলাপচারিতায় বিএনপি চেয়ারম্যান তার এই পরিকল্পনা জানান। তিনি বলেন, আমাদের প্রথম বিষয় হচ্ছে ল' অ্যান্ড অর্ডার নিশ্চিত করা। মানুষ নিরাপদে থাকতে চায়, সেটা ইনসিউর করতে হবে। আর করাপশন আমাদেরকে যেভাবেই হোক এড্রেস করতে হবে। এই দুটো বিষয়ে যদি আমরা একটু ভালো করে এড্রেস করতে পারি অন্য সমস্যাগুলো অনেকাংশে সমাধান হয়ে আসবে। এটি হচ্ছে আমার প্ল্যানের অংশ। 


গুলশানে বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ পার্কের উন্মুক্ত স্থানে এই সাক্ষাতের আয়োজনটি করা হয়। জাতীয় রিল-মেকিংয়ের ১০ জন বিজয়ীদের সাথে কথা বলেন তারেক রহমান

সাথে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিজয়ীরা তাদের নানা জিজ্ঞাসা তারেক রহমানকে করেন এবং খোলামেলা জবাবও দেন তিনি।


ফ্যামিলি কার্ড কারা পাবে, স্বামীহারা নারীরা কী ফ্যামিলি কার্ড পাবেন কি না- এমন প্রশ্নের জবাবে তারেক বলেন, সিঙ্গেল মাদার ব্রাইড যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন, স্বামী ছেড়ে গেছেন এরা অগ্রাধিকার পাবেন। বাংলাদেশ সরকারের সোশ্যালসেফটির আওতায় ১৩৮টি প্রজেক্ট চালু হয়েছে, বিভিন্ন মিনিস্ট্রি বা ডিপার্টমেন্ট সেগুলো কোনোভাবে চালু রেখেছে। কিন্তু এগুলো ঠিক নেই। রিসোর্স নষ্ট হচ্ছে। কিন্তু সাপোর্ট সঠিকভাবে পাচ্ছে না। আমরা এই জিনিসটিকে একটু অর্গানাইজ করতে চাইছি। আমরা এটিকে ইউনিভার্সালির জন্য রেখেছি। যেমন একজন কৃষকের স্ত্রীও পাবেন, একজন ভ্যানচালকের স্ত্রী পাবেন, আরেকজন অফিসিয়াল তার ওয়াইফও পাবেন।


শিশুরা মোবাইলের ওপর আসক্ত হয়ে নেগেটিভ জিনিসগুলো দেখে সেক্ষেত্রে কী করা যায় একজন প্রশ্ন করলে

নতুন কুঁড়ি নামে একটা অনুষ্ঠান ছিল। এটি অবশ্য বর্তমান অন্তর্বতীকালীন সরকার আবার চালু করেছে। আমরা আমাদের পরিকল্পনায় আমাদের স্পোর্টস নিয়ে একটা পরিকল্পনা আছে। স্পোর্টসের পরিকল্পনা আম্যা বলেছি, আমরা নতুন কুঁড়ির সাথে স্পোর্টসটা যুক্ত করতে চাইছি। একটা শিশু যখন ছয় বছর, সার বছর, আট বছর ১০ বছর, ১৫ বছর, ১৮ বছর আমরা সবাই এই সৌহটা পার হয়ে এনেছি। এই স্টেজে কিন্তু মানুষের শারীরিক ও মানসিক অনেক এনার্জি থাকে। আপনাকে তো এনার্জিটাকে বার্ন করতে হবে। আপনাকে যদি সঠিক জায়গা দেয়া হয় তাহলে আপনি সঠিক জায়গায় বার্ন করবেন, আর আপনাকে যদি সঠিক জায়গা না পান তাহলে বেঠিক জায়গায় আপনি বার্ন করবেন এবং সে জন্যই আমরা নতুন করে নতুন কুঁড়ি, নতুন কুঁড়ি স্পোর্টস এই দুটো চালু করতে চাইছি। আমরা আমাদের পান তাহলে এডুকেশন


সিস্টেমটাকে যেটা যেভাবে সাজাতে চাইছি। মুলপর্যায় সিলেবাসে ক্রীড়া, তৃতীয় ল্যাংগুয়েজ, আবৃত্তি, কলা, গান, শিল্প-সংস্কৃতি বিষয় যুক্ত করার বিষয়টি ব্যাখ্যা করে ভাতেক বলেন, আপনি যখন একটা ব্যাখ্যাকে এএই জায়গায় কার করেন তখন কিন্তু ওই যে ইন্টারনেট ঢুকে ব্রাউজ করে এটি কমে আসবে। কারণ পান ফেলের ব্যাপার আছে। তিনি বলেন, পড়ালেখাটাকে আমরা ইজি করে আনতে চাচ্ছি। পড়ালেখাটাকে ইজি করতে চাই যাতে শিশুরা ইন্টারেস্ট পায়। আপনি খেন ইন্টারেস্ট তৈরি করতে পারতেন তখন স্বাভাবিকভাবে অন্য আয়গাতে কিন্তু মাইন্ড টাইট হবে। তখন এগুলোতে ইন্টারেস্ট্য পাবে। এভাবে আমরা জিনিসটিকে সাজাতে চাই।


এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশীদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ ফেলা বিএনপির সাবেক সভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, মহানগর বিএনপির সদস্যসচিব নাজিদুর রহমানসহ বিএনপি নেতাকমীরা।

সর্বশেষ