পুরো বক্তব্যে বাপের গীত নাই,বংশের গীত নাই,আমি আমি আমার আমার বলার নজির নাই।
প্রতিপক্ষের প্রতি তীব্র ঘৃণা নাই। শুধু দেশ গড়ার উদার্থ আহবান সাথে আছে হাদী এবং অন্য শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ।
আজকের এই বক্তব্য ইতিবাচক স্বপ্নের ইঙ্গিত দেয়।
আজকের এই বক্তব্য স্পষ্ট করে দেয় - দেশটা কারো বাপের না, গোষ্ঠীর না। দেশটা একান্ত জনগণের।
মতামত দিন