• ২০২৬ জানুয়ারী ১১, রবিবার, ১৪৩২ পৌষ ২৭
  • সর্বশেষ আপডেট : ১২:০১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়ায় গাইঞ্জা ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন চাষীরা

  • প্রকাশিত ০৩:০১ পূর্বাহ্ন রবিবার, জানুয়ারী ১১, ২০২৬
বগুড়ায় গাইঞ্জা ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন চাষীরা
File
সাবিক ওমর রাজশাহী বিভাগ প্রতিনিধি

বগুড়ায় গাইঞ্জা ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন চাষীরা


সাবিক ওমর 


রাজশাহী অঞ্চল:বগুড়ার সারিয়াকান্দিতে চরাঞ্চলে স্থানীয় জাতের গাইঞ্জা ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন চাষীরা।


আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় এবার গাইঞ্জা ধানের বাম্পার ফলন হয়েছে।উপজেলার যমুনা ও বাঙ্গালী নদীতে জেগে উঠা চরের  মাঠে সোনালি ধান ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন চরাঞ্চলের কৃষকেরা।ধান কাটা ও মাড়াই চলছে পুরোদমে। উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী স্থানীয় কৃষি বিভাগ।


স্থানীয় কৃষক আরিফুল জানান, সারিয়াকান্দি উপজেলার যমুনা  ও বাঙ্গালী  নদীর চরাঞ্চলের কৃষকরা দীর্ঘদিন ধরে সুস্বাদু ও পুষ্টি গুণসম্পন্ন গাইঞ্জা ধান চাষ করে আসছেন। সময়মতো বন্যা হলে জমিতে পলিমাটি পড়ে। আর সেই পলিমাটিতেই কোনও চাষ ছাড়াই এ জাতের ধানের চারা রোপণ করতে হয়। কিন্তু এবার বন্যা কম এবং দেরিতে হওয়ায় তারা সময়মতো জমিতে ধান রোপণ করতে পারেননি। সাধারণত ভাদ্র-আশ্বিন মাসে জমিতে এ ধান রোপণ করতে হয়। বর্তমানে কৃষকরা ধানগুলো কর্তন করে গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছেন। অন্যান্য বছরের তুলনায় এ সময় ধানের দাম ভালো থাকায় কৃষকেরা লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে।

সর্বশেষ