• ২০২৬ জানুয়ারী ২৩, শুক্রবার, ১৪৩২ মাঘ ১০
  • সর্বশেষ আপডেট : ০৬:০১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সরকারি জমি দখল করে দোকানপাট নির্মাণের চেষ্টা

  • প্রকাশিত ০৬:০১ অপরাহ্ন শুক্রবার, জানুয়ারী ২৩, ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সরকারি জমি দখল করে দোকানপাট নির্মাণের চেষ্টা
File
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি-নিউমার্কেট সড়কে সরকারি খাল (পুকুরের পাড়) দখল করে দোকানপাট নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চড়কডাঙ্গী নামক এলাকায় সরকারি খাল (পুকুর পাড়ের জমি) দখল করে দোকানপাট নির্মাণের চেষ্টায় সিমেন্টের খুঁটি পুতে রাখা হয়েছে।

এদিকে, সরকারি জমিতে অবাধে দোকানপাট নির্মাণের প্রতিরোধে চরকডাঙ্গী গ্রামের মৃত টেনামীর ছেলে আব্দুস সাত্তারের বিরুদ্ধে সহকারি কমিশনার (ভূমি) বরাবরে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি দাখিল করেন, ওই ইউনিয়নের চরকডাঙ্গী গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে খতিবর রহমান ওরফে সাখা।  

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সরকারপাড়া মৌজার জে.এল নং-২১ এর এস.এ ৬৭২ নং সরকারি দাগের আংশিক জমি অভিযোগকারীর বসত বাড়ীর সামনে থাকায় দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আসছেন। অভিযোগকারীর ব্যবহৃত সরকারি খাস জমিতে অভিযুক্ত আব্দুস সাত্তার অবৈধভাবে দোকানপাট উত্তোলনের পাঁয়তারা করছেন। এছাড়া উক্ত দাগে সরকারি কর ফাঁকি দিয়া অবৈধভাবে বিভিন্ন দোকানপাট গড়ে তোলা হয়েছে। যদি অবাধে স্থাপনা-দোকানপাট নির্মাণ চলতে থাকে সরকারের স্বার্থ সংশ্লিষ্ট জমি একসময় দখল হারাবেন যা উদ্ধার করতে কঠিন হবে বলে অভিযোগে জানানো হয়েছে।

অভিযোগকারী খতিবর রহমান বলেন, তার বাড়ীর সামনে পাকা রাস্তার পাশে পুকুর পাড়ের জমি সরকারি। হারাদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পুকুর হিসেবে জমিটি ব্যবহার হয়ে আসছে। পাকা রাস্তার পশ্চিমে পুকুরের পাড়ে তিনি খড় রাখছেন। মাঝে মধ্যে মহিশ বেধে রেখে ব্যবহার করছেন। হঠাৎ আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি তার দখলীয় খাস জমিতে বালু ফেলে সিমেন্টের খুঁটি পুতলে তিনি একটি অভিযোগ করেন।

আব্দুস সাত্তার বলেন, এর আগে ওই জায়গায় তার একটি ছোট দোকান ছিল। ক্যারাম বোর্ড খেলার জন্য বারবার সাংবাদিক ও পুলিশ আসতো। পরে তিনি দোকানের ব্যবসা বন্ধ করে দেন। তিনি আরও বলেন, রোববার (১৮ জানুয়ারি) হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ডাকছে বসলে তিনি দোকানপাট নির্মাণ করবেন।  

হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ফিরোজ বলেন, পুকুরটি স্কুল ব্যবহার করে আসছেন। পুকুরের পাড়ে যে জায়গাটি রয়েছে সেখানে দুপক্ষের মধ্যে একটি সমস্যা দেখা দিয়েছে উভয়পক্ষকে স্কুলে ডাকা হয়েছে। বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অবগত আছেন কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন, এ বিষয়ে ইউএনওকে জানানো হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন, যদি জায়গাটি খাস হয় তাহলে সহকারী কমিশনার (ভূমি)কে একটি লিখিত অভিযোগ দেওয়ার জন্য তিনি এ বিষয়ে ব্যবস্থা নিবেন। এছাড়া তিনি হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলবেন জানিয়েছেন।  

সর্বশেষ