• ২০২৬ জানুয়ারী ১০, শনিবার, ১৪৩২ পৌষ ২৭
  • সর্বশেষ আপডেট : ০৭:০১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়ায় সাবেক ছাত্রশিবির নেতা বিএনপিতে যোগদান

  • প্রকাশিত ১০:০১ পূর্বাহ্ন শনিবার, জানুয়ারী ১০, ২০২৬
বগুড়ায় সাবেক ছাত্রশিবির নেতা বিএনপিতে যোগদান
File
সাবিক ওমর রাজশাহী বিভাগ


বগুড়ায় ছাত্রশিবিরের একটি ইউনিয়নের সাবেক সেক্রেটারি বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বগুড়া-৪ আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন আলামিন নামের ওই সাবেক শিবির নেতা।

আলামিন কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন। এ উপলক্ষে বগুড়া শহরে মোশারফ হোসেনের বাসভবনে একটি সংক্ষিপ্ত যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে রাজনৈতিক কক্ষে উপস্থিত হয়ে তিনি বিএনপিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। মোশারফ হোসেন তাকে ফুলের মালা পরিয়ে দলে স্বাগত জানান এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কাহালু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন, ইউপি সদস্য মঞ্জুরুল হক মঞ্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপিতে যোগদানের পর আলামিন বলেন, তিনি ২০২০ সাল থেকে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ওয়ার্ড ছাত্রশিবির সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরে ২০২৪ সাল থেকে দুর্গাপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। তার দাবি, আগের জামায়াত ও বর্তমান জামায়াতের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। সাম্প্রতিক সময়ে ক্ষমতার লোভে ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বগুড়া-৪ আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেনের ক্লিন ইমেজ ও ধানের শীষ প্রতীকের প্রতি সাধারণ মানুষের আস্থা রয়েছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড তাকে অনুপ্রাণিত করেছে। নিজের ইচ্ছাতেই তিনি বিএনপিতে যোগ দিয়েছেন এবং হুমকি পেলেও সিদ্ধান্ত পরিবর্তন করবেন না বলে জানান।

এদিকে আলামিনের বিএনপিতে যোগদানের বিষয়টি স্বীকার করে জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সাব্বির হোসেন বলেন, আলামিনকে বেশ কিছুদিন আগেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জানান, গত দুই মাস ধরে আলামিন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত থেকে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিচ্ছিলেন। এ কারণে এক মাস আগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

সর্বশেষ